আমির হামজাকে ১০ দিনের রিমান্ডের আবেদন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৫-২৫ ১৬:১৫:৪৩
জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় বর্তমান সময়ের আলোচিত ধর্মীয় বক্তা আমির হামজাকে দশ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহসহ গ্রেফতার করা এবং অর্থদাতা ও মদদদাতাদের শনাক্তের লক্ষ্যে আমির হামজাকে রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করেছে পুলিশ।
আজ মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক কাজী মিজানুর রহমান।
ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
সানবিডি/ এনজে