ভোমরায় ২৩ কোটি টাকার ‍জিরা আমদানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৯ ১৪:১৭:৩১


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলাজাতীয় পণ্য জিরা আমদানি। এই স্থলবন্দর দিয়ে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর পণ্যটি দ্বিগুণেরও বেশি আমদানি করা হয়েছে। বন্দরসংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ১০ মাসে (গত বছরের জুন থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত) প্রায় ২৩ কোটি টাকার জিরা আমদানি করা হয় এ বন্দর দিয়ে। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বেড়ে যাওয়ার কারণে ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে ভোমরা স্থলবন্দরের অন্যতম মসলাজাতীয় পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, অন্য যেকোনো সময়ের তুলনায় চলতি অর্থবছর দেশীয় বাজারে আমদানীকৃত জিরার চাহিদা অনেক বেশি। তিনি বলেন, আমার প্রতিষ্ঠান এ অর্থবছরের প্রতি মাসে ১৫০-১৬০ টন জিরা আমদানি করছে, যা গেল বছরের তুলনায় অন্তত দ্বিগুণ বেশি। আমরা আমদানীকৃত এসব জিরা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকি।

সানবিডি/এনজে