রাজশাহী থেকে যুক্তরাজ্যে গেল আমের প্রথম চালান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৯ ১৫:১১:৫২
রাজশাহীর বাঘা উপজেলা থেকে বিদেশে আম রফতানি শুরু হয়েছে।সেই রফতানিকৃত আমের প্রথম চালানটি যাচ্ছে যুক্তরাজ্যে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা ও ফল গবেষণা ইন্সটিটিউটের পরামর্শে আমের উৎপাদন, বিপণন ও প্যাকেজিং এর মাধ্যমে উন্নত জাতের খিরসাপাত আম যুক্তরাজ্যে পাঠানো হচ্ছে।
আজ শনিবার (২৯ মে) সকালে কনট্রাক্ট ফার্মা অ্যাসোসিয়েশনের সভাপতি আম ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টায় তিন টন খিরসাপাত আমের প্রথম চালান চারঘাটের পাকুড়িয়া থেকে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার ঢাকার শ্যামপুরে সেন্ট্রাল প্যাকেজিং হাউজ আমগুলোকে যাচাই-বাছাই করে ক্লিয়ারেন্স দিবে। এরপর ফুড অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমের প্রথম চালান যুক্তরাজ্যে পৌঁছাবে’।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, ‘আমে যাতে কোনো ধরনের পোকার আক্রমণ না হয় সেজন্য এলাকার চাষি ও ব্যবসায়ীরা ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করেছেন। এতে খরচ বাড়লেও একদিকে আমের গুণগত মান বেড়েছে, অন্যদিকে দেশ-বিদেশের ক্রেতারা বেশি দামে আম কিনছেন’।
এ ব্যাপারে শফিউল্লাহ সুলতান বলেন, এ বছর বাঘা থেকে প্রায় ৩০০ টন আম রফতানির পরিকল্পনা রয়েছে। গত বছর এখান থেকে আম রফতানি হয়নি। এর আগের বছর ৩৫ টন আম রফতানি হয়েছিল। রাজশাহী জেলায় উৎপাদিত আমের অর্ধেক উৎপাদিত হয় বাঘায়। এখানে প্রতি বছর প্রায় এক লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়।
সানবিডি/এনজে