বস্তি উচ্ছেদ: পুলিশ-বস্তিবাসী মুখোমুখি অবস্থান
|| প্রকাশ: ২০১৬-০১-২১ ১১:৫১:৫৩ || আপডেট: ২০১৬-০১-২১ ১৩:৩৩:৪৩


মিরপুরের দক্ষিণ পাইকপাড়া নতুন বাজারসংলগ্ন পোড়াবস্তি উচ্ছেদ করতে গেলে পুলিশের সঙ্গে বস্তিবাসীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা পুলিশের সহযোগিতায় বস্তি উচ্ছেদ শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের সহযোগিতায় সিটি করপোরেশনের কর্মকর্তারা বুলডোজার দিয়ে বস্তি উচ্ছেদ শুরু করলে বস্তিবাসী একত্র হয়ে টায়ারে আগুন দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) বস্তিবাসীর দেওয়া ব্যারিকেড এখনো রয়ে গেছে। পুলিশ ব্যারিকেড ভেঙে বস্তির ভেতরে ঢোকার চেষ্টা করছে। পুলিশ একপাশ থেকে টিয়ার শেল নিক্ষেপ করছে, বস্তিবাসীরা অন্য পাশ থেকে ইটপাটকেল নিক্ষেপ করছে। পরিস্থিতি এখনো পুলিশের নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ-বস্তিবাসী মুখোমুখি অবস্থানে আছে। তবে উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে।
এর আগে পুলিশের সঙ্গে বস্তিবাসীদের ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও কাঁদানে গ্যাস ছোড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মিরপুর মডেল থানার এসআই মাসুদ পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সমাধিতে ডিএসসিসি মেয়র তাপসের শ্রদ্ধা
-
৫ নারী পেলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক
-
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
-
হজ শেষে দেশে ফিরলেন ৫৭৯০৯ হাজি
-
‘বাঙালির মর্যাদা প্রতিষ্ঠার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু’
-
চট্টগ্রাম-কলকাতা রুটে ফের চলবে ইউএস বাংলা