আইআরএফ’র সভাপতি সামদানী, সম্পাদক আনোয়ার
|| প্রকাশ: ২০১৬-০১-২১ ১৪:২৩:২০ || আপডেট: ২০১৬-০১-২১ ১৪:২৩:২০

বীমা খাতের সংবাদকর্মীদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) দুই বছরের জন্য (২০১৬-১৭) পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সকালের খবরের গোলাম সামদানী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউ নেশনের গাজী আনোয়ারু হক।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশেন (বিআইএ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি নির্বাচিত হয়েছেন।
কমিটির সহ-সভাপতি গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), যুগ্ম সাধারন সম্পাদক এম এম মাসুদ (মানবজমিন), অর্থ সম্পাদক রহিম শেখ (জনকন্ঠ), সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন (আলোকিত বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুল ইসলাম (মানবকন্ঠ), দফতর সম্পাদক আজিজুল হক পার্থ (ইনকিলাব)।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, জসিম উদ্দিন হারুন (ফিন্যানন্সিয়াল এক্সপ্রেস), আমিনুল ইসলাম (আমাদের অর্থনীতি), সেলিম মালিক (একুশে টিভি), রেজাউল হক কৌশিক (ইত্তেফাক), শেখ শাফায়াত হোসেন (কালের কন্ঠ), আলী রিয়াজ (বাংলাদেশ প্রতিদিন), মৌসুমী ইসলাম (যায়যায় দিন)।
সানবিডি/ঢাকা/এসএস
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা: ৬ মৃত্যুদণ্ড কার্যকর, এখনো পলাতক ৫
-
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
-
দেশে কেউ গুম হয় না আত্মগোপন করে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
৪২তম বিসিএস নন-ক্যাডারে নিয়োগের ফল প্রকাশ
-
এখন বিচারবহির্ভূত হত্যা নেই, আগে হতো: পররাষ্ট্রমন্ত্রী
-
কিছু লোক খামাখা জিনিসপত্রের দাম বাড়ায়: প্রধানমন্ত্রী