ইবিএল গ্রামীণফোনের কর্পোরেট গ্রাহক
|| প্রকাশ: ২০১৬-০১-২১ ২০:০৪:৪২ || আপডেট: ২০১৬-০১-২১ ২০:০৪:৪২

অত্যাধুনিক টেলিযোগাযোগ সেবা পাবার জন্য ইর্স্টান ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্প্রতি গ্রামীণফোন লিমেটেডের এর সাথে বিজনেস সলিউশনস চুক্তিতে স্বাক্ষর করেছে। ইবিএল এর উপ ব্যবস্থাপনা পরিচালক আকতার কামাল পারভেজ এবং গ্রামীণফোনের হেড অফ ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম চুক্তিতে স্বাক্ষর করেন।
গ্রামীণফোনের হেড অফ কর্পোরেট ফিনান্স এন্ড ট্রেজারি মোস্তফা আলিম আওলাদ, হেড অফ কি কর্পোরেট অ্যাকাউন্টস মাসুদ পারভেজ, কি অ্যাকাউন্ট ম্যানেজার সাইফ উদ্দিন আহমেদ, ইবিএল এর হেড অফ আইটি, ওমর এফ খন্দকার, হেড অফ এসএমই মো. খুরশেদ আালম, হেড অফ এইচআর মনজুরুল আলম এবং হেড অফ কনজিউমার ব্যাংকিং এম নাজিম এ চৌধুরী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/আহো