পুঁজিবাজারের উন্নয়নে এফবিসিসিআই
|| প্রকাশ: ২০১৬-০১-২১ ২০:৪৮:২৬ || আপডেট: ২০১৬-০১-২১ ২০:৪৮:২৬

দেশের পুঁজিবাজারে ২০১০ সালে ধসের পর থেকে সরকারসহ সংশ্লিষ্টরা দীর্ঘ মেয়াদী স্থিতিশীলতার উদ্যোগ নিলেও তা পুরোপুরি ফিরে আসেনি। ফলে দিন দিন বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা হারাচ্ছে। তবুও স্টেক হোল্ডাররা বাজার স্থিতিশীলতায় বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআিই এবার বাজার উন্নয়নে মাঠে নামছে।
এফবিসিসিআিই সূত্রে জানা গেছে, পুঁজিাবাজার উন্নয়নে দীর্ঘ ৫ বছর পর ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠনের এটাই প্রথম উদ্যোগ। ২০১০ সালের ধস পরবর্তীতে এ ধরনের কোনো উদ্যোগ নেয়নি এফবিসিসিআিই। দীর্ঘ দিন পর উদ্যোগের অংশ হিসেবে বাজার উন্নয়নে ইতোমধ্যে এফবিসিসিআই একটি স্ট্যাডিং কমিটি গঠন করেছে। কমিটি পুঁজিবাজার উন্নয়নে একটি সুপারিশ তৈরি করবে। যা এফবিসিসিআিই পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে সরকারের কাছে সুপারিশ আকারে পেশ করা হবে বলে জানা গেছে।
এদিকে, স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠক শেষ হয়েছে। বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হলেও কোনো ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে বাজার উন্নয়নে পরবর্তীতে আরও একটি বৈঠক আহ্বান করা হয়েছে। তবে তার দিন- তারিখ ঠিক করা হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে।
জানা গেছে, আগামী বাজেটকে সামনে রেখে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছে স্ট্যান্ডিং কমিটি। এর মধ্যে অন্যতম ছিলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ট্যাক্স কমানো, মিউচুয়াল ফান্ডের ভূমিকা সক্রিয় রাখা, নতুন বিনিয়োগকারীদের বাজারে আকৃষ্ট করার কৌশল, তরুণ বিনিয়োগকারী বাড়ানোর লক্ষ্যে কলেজ বিশ্ববিদ্যালগুলোতে পুঁজিবাজার সম্পর্কে প্রচারণা চালানো ইত্যাদি। এছাড়াও সাধারণ বিনিয়োগকারীরা যেন বাজারে এসে ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে বর্হিবিশ্বের আদলে বিভিন্ন মেয়াদি স্কিম চালু উদ্যোগ।
নতুন বিনিয়োগকারী বাড়ানোর ক্ষেত্রে এফবিসিসিআইর জেলা চেম্বারগুলোর মাধ্যমে প্রচার প্রচারণা চালানোর বিষয়ে আলোচনা করেছে স্ট্যাডিং কমিটি। আলোচনায় ব্রোকারেজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষে বলা হয়েছে, এফবিসিসিআইর মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে চান তারা। এছাড়া আগামী এক মাসের মধ্যে পুঁজিবাজার উন্নয়নে কী ধরনের সিদ্ধান্ত এফবিসিসিআই নিতে পারে সেই বিষয়ে একটি প্রস্তাবনা দিবে ব্রোকারেজ অ্যাসোসিয়েশন।
এ সম্পর্কে ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও এফবিসিসিআই ক্যাপিটাল মার্কেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আহসানুল ইসলাম টিটু বলেন, ‘এফবিসিসিআিই গঠিত পুঁজিবাজার স্ট্যাডিং কমিটির প্রথম সভা হয়েছে। বাজার উন্নয়নে এফবিসিসিআইর কী করণীয় আছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এফবিসিসিআই আমাদের কাছে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা চেয়েছে। আগামী এক মাসের মধ্যে আমরা তাদের একটি প্রস্তাবনা দেবো।’
শিল্পক্ষেত্রে মূলধন সংগ্রহ এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দেশের পুঁজিবাজার শক্তিশালী করা প্রয়োজন। বাজার স্থিতিশীলতা অক্ষুণ্ন রাখার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে পুঁজিবাজারের ভীত শক্তিশালী এবং টেকসই করতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ রাখার বিকল্প নেই বলেও বৈঠকে উঠে এসেছে।
এ সম্পর্কে ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মো. আলী জামান জানান, আসলে আমরা প্রথম বৈঠকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে আলোচনা করেছি। শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বয়ে পরবর্তী বৈঠকে আলোচনা করে এজেন্ডা নির্ধারণ করা হবে। যা এফবিসিসিআইর পর্ষদের সুপারিশক্রমে সরকারের কাছে পেশ করা হবে। তিনি আরো বলেন, ‘ক্ষুদ্র বিনিয়োগকারীদের যাতে কমবেশি ঝুঁকিমুক্ত রাখা যায় তা বিবেচনায় রেখে এজেন্ডা তৈরি করবে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি।’
সানবিডি/ঢাকা/আহো
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
এবার আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমা ‘ক্রয়মূল্যে’ গণনার নির্দেশ
-
জাতীয় শোক দিবসে বন্ধ পুঁজিবাজার
-
এনওয়াই ট্রেডিং সেন্টারকে স্টক ব্রোকার ও স্টক ডিলার সনদ প্রদান
-
দুই-এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে : বিএসইসি চেয়ারম্যান
-
পুঁজিবাজারকে কাঙ্খিত অবস্থানে নিতে গবেষণা অপরিহার্য : বিআইসিএম
-
অব্যাহত থাকবে ফ্লোর প্রাইস