হিদেকি মিযুদা তার ছবি ‘হিল অব ক্রসেস’ দিয়ে আরো ৯ জনের সাথে বিজয়ী হয়েছেন অনারেবল মেনস হিসেবে।
নিউ ইয়র্কের জোয়েল এনসাধা পিপল বা মানুষ শাখায় বিজয়ী হয়েছে এই ছবি দিয়ে।
তেজস্ক্রিয় পদার্থে ক্ষিতগ্রস্ত হওয়া এই জলাভূমিন ছবি তুলে প্লেসেস বা স্থান শাখায় বিজয়ী হয়েছে আন্দালুসিয়ার বাসিন্দা ফ্রান্সিসকো মিনগোরাস।
যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের ঘূর্ণিঝড়ের এই ছবিকে ১৩ হাজার ছবির মধ্য থেকে বাছাই করা হয়েছে গ্র্যান্ড পুরস্কারের জন্য। ১৫ইদন ঘূর্ণিঝড়ের পেছনে ছুটে ‘ডর্ট’ নামের এই ছবি তুলেছে অস্ট্রেলিয়ার জেমস স্মার্ট।
চীনের তিয়েনশান পর্বতমালায় রঙ পরিবর্তনের এই ছবি তুলে ‘অনারেবল মেনসর’ পুরস্কার পেয়েছেন তুগো চেঙ।
ব্রাজিলের রিও ডি জেনেরিও’র ইপানেমা বিচে চলছে এক ধরণের বিচ ফুটবল। ছবিটি তুলেছেন সিমন মন্টে।
তাইওয়ানের দোইলিউ-এ একটি শবযাত্রায় কয়েকজনকে ক্যামেরাবন্দী করেছেন লার্স হবনার।
আলেসান্দ্রা মেনিকোনযির আলপস পর্বতমালায় একদল আলপাইন শার্ফ পাখির এক্রোবেটিক নৃত্য পরিবেশন করতে দেখা যাচ্ছে।
মুহাম্মদ ইউসুফের ‘চেঞ্জিং শিফট’ ছবিতে দেখা যাচ্ছে কেনিয়ার মাসাই মারার পর্বতে কয়েকটি চিতাকে।
‘আমি বালিতে কয়েকটি ওয়াংওটাঙের ছবি তুলছিলাম। এসময় বৃষ্টি শুরু হলে ক্যামেরা গুটিয়া নেয়ার সময় হঠাৎ খেয়াল করলাম একটা ওয়াংওটাঙ বৃষ্টি থেকে বাাঁচার চেষ্টা করছিল।’ বলেছেন ফটোগ্রাফার এন্ড্রু সুরিওনো।
ইরানের খুজেস্তানে তোলা ইয়ানান লি’র ছবিতে একদল ছাত্রীকে একটি পুরনো ট্যাংকের পাশে খেলা করতে দেখা যায়।
তাইওয়ানে ২০১৫ সালে চীনা নববর্ষ উদযাপনের সময় জ্যাকসন হুং এই ছবিতে এক পরিবারের একজন অপরজনকে ধুপকাঠি দেয়ার মুহূর্ত ধারণ করেছেন।