অক্ষয় নয়, ‘বিগ বস ৯’-এর সঞ্চালনায় সলমনের সঙ্গে থাকছেন অমিতাভ
|| প্রকাশ: ২০১৫-১০-০৪ ১১:৫৯:২৭ || আপডেট: ২০১৫-১০-০৪ ১১:৫৯:২৭

অক্ষয় কুমার নয়, ‘বিগ বস ৯’-এ সলমনের সঙ্গে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ‘বিগ বস ৯’ শো-এর প্রিমিয়ারে জানা গেল এমনটাই। ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বিগ বি স্বয়ং।
প্রসঙ্গত, এর আগেও একটি সিজনে ‘বিগ বস’-এ সঞ্চালনার দায়িত্বে ছিলেন অমিতাভ। চলতি মাসের ১১ তারিখ শুরু হবে এই জনপ্রিয় রিয়েলিটি শো। ঘটনাচক্রে, সেদিনই ৭৩ বছরে পা দেবেন বলিউড শাহেনশা।
এর আগে শোনা গিয়েছিল, এই সিজনে সলমনের সঙ্গে উপস্থাপকের ভূমিকায় দেখা যেতে পারে অক্ষয় কুমারকে। কিন্তু সেকথা সত্য নয়, নেহাতই রটনা, তা নিজ মুখে জানিয়েছিলেন সলমন ‘ভাইজান’। ‘বিগ বস’-এ এই নিয়ে ষষ্ঠবার সঞ্চালনার দায়িত্বে থাকছেন সলমন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
-
বেশি বাড়াবাড়ি ভালো নয়, ইতিহাস থেকে শিক্ষা নিন: কাদের
-
দুর্নীতি ও অর্থপাচার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
-
এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে
-
ডিএমপির অভিযানে ৫৬ জন গ্রেফতার
-
তরুণরাই আনবে সোনালী ভবিষ্যৎ: তথ্যমন্ত্রী