চালককে খুন করে রিকশা ছিনতাই
|| প্রকাশ: ২০১৬-০১-২৩ ১৫:০২:৫২ || আপডেট: ২০১৬-০১-২৩ ১৫:০২:৫২

কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নে মো. ফারুক নামে এক রিকশা চালককে খুন করে একটি রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে পোকখালী হাইস্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটলেও আজ সকালে স্কুলের উত্তর পাশের একটি ডোবা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত ফারুক পশ্চিম পোকখালী এলাকার ওবাইদুল হকের ছেলে।
জানা গেছে, গতরাত সাড়ে ১২টার দিকে তিন যুবক ইসলামপুর এলাকায় একটি রিকশা বিক্রি করতে যান। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন জনকে আটক করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ জানান, জিজ্ঞাসাবাদে আটকরা হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
সানবিডি/ঢাকা/আহো