বিএমবিএ এর নতুন সভাপতি ছায়েদুর মহাসচিব বাশার
|| প্রকাশ: ২০১৬-০১-২৩ ২০:৩০:৩৪ || আপডেট: ২০১৬-০১-২৩ ২০:৩০:৩৪

ইবিএল ইনভেস্টমেন্টের পরিচালক মো. ছায়েদুর রহমান বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে মহাসচিব নির্বাচিত হয়েছেন এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।
শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১৬-১৭ মেয়াদের জন্য তাদের এ পদে নির্বাচিত করা হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাস্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডের সিইও মোস্তফা কামাল ও আইসিবি ক্যাপিটালের সিইও নাসরিন সুলতানা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও খন্দকার কায়েস হাসান।
নতুন কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মোশাররফ হোসেন, এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন মজুমদার, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহিদ আহমেদ চৌধুরী, এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সারোয়ার ভুঁইয়া, বিএমএসএল ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াদ মতিন ও সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোফাখখারুল ইসলাম।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
পুঁজিবাজারের জন্য কর্পোরেট গভর্নেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ : বিআইসিএম
-
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসইসির শ্রদ্ধা
-
এবার আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমা ‘ক্রয়মূল্যে’ গণনার নির্দেশ
-
জাতীয় শোক দিবসে বন্ধ পুঁজিবাজার
-
এনওয়াই ট্রেডিং সেন্টারকে স্টক ব্রোকার ও স্টক ডিলার সনদ প্রদান
-
দুই-এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে : বিএসইসি চেয়ারম্যান