ভিয়েতনামে কঠোর লকডাউন,হুমকিতে কফির বৈশ্বিক সরবরাহ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০১ ১৪:১০:৫২
বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনাম। বিশেষ করে রোবাস্তা কফি উৎপাদনে প্রসিদ্ধ দেশটি। কিন্তু সম্প্রতি দেশটিতে লকডাউন ঘোষণা করায় কফি উৎপাদন ও বাজারজাত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এ কারণে কফির বৈশ্বিক সরবরাহ সংকটের আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। খবর বিবিসি।
মহামারি করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপের কারণে ভিয়েতনামে কঠোর লকডাউন ও বিধিনিষেধ জারি করা হয়েছে। ফলে অন্যান্য খাতের মতো কফি উৎপাদন ও বিপণন খাতেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
দেশটিতে লকডাউনের কারণে রফতানির উদ্দেশ্যে বন্দরে পণ্য আনা-নেয়া বাধাগ্রস্ত হচ্ছে। সরবরাহ সংকটের আশঙ্কায় রোবাস্তা কফির পাইকারি দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
এদিকে যাতায়াতে বিধিনিষেধের পাশাপাশি অন্যান্য প্রতিবন্ধকতাও রফতানিকারকদের জন্য নতুন সমস্যা তৈরি করেছে। দেশটিতে এরই মধ্যে পণ্য জাহাজীকরণের কনটেইনার সংকট তীব্র আকার ধারণ করেছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে জাহাজীকরণ ব্যয়।
জাহাজীকরণে বিলম্ব এবং সংশ্লিষ্ট ব্যয় বৃদ্ধিসহ অন্যান্য রফতানি প্রতিবন্ধকতা নিরসনে ভিয়েতনাম সরকারকে বিধিনিষেধ শিথিল করার আহ্বান জানিয়েছে ভিয়েতনাম কফি-কোকো অ্যাসোসিয়েশন।
সানবিডি/এনজে