দক্ষিণ এশিয়ার বৃহৎ জলাধর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৯-০১ ১৬:৫২:১৯


চারমাস বন্ধ থাকার পর দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও ১ মে থেকে হ্রদে বংশ বৃদ্ধি ও প্রজনন নিশ্চিতকরণে মাছ ধরা বন্ধ ছিল। তবে অন্যান্য বছর তিন মাস মৎস্য আহরণ বন্ধ থাকলেও এবার পানি কম থাকায় হ্রদে চার মাস বন্ধ থাকে মাছ ধরা।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ১২টায় নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে মাছ ধরতে নামে জেলেরা। ফলে মাছ ব্যবসায়ী আর জেলেদের পদভারে মুখর হয়ে ওঠে ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের কৃত্রিম এ হ্রদ।

বুধবার (১ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই জেলার প্রধান মৎস্য আহরণ কেন্দ্রে ছিল মাছ ব্যবসায়ীদের ভিড়। রাঙ্গামাটির বিএফডিসি মৎস্য পরিবহন ঘাটে ভোর ৮টা থেকে কাপ্তাই হ্রদের মাছ আসা শুরু হয়।

মৎস্য ব্যবসায়ী অনুপম দে বলেন, গতবারের চেয়ে এবার মাছের পরিমাণ ভালো হবে। যেভাবে মাছ আসছে তাতে মনে হচ্ছে আশানুরূপ ব্যবসা হবে।

রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া বলেন, মোটামুটি ভালোই মাছ আসছে। ছোট মাছের সংখ্যা বেশি। এবার যেহেতু চার মাস হ্রদে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা ছিল তাই কার্পজাতীয় মাছও বেশি পাওয়া যাবে। এতে সরকার, জেলে এবং ব্যবসায়ী সবাই লাভবান হবেন।

বিএফডিসির উপব্যবস্থাপক জাহিদুল ইসলাম বলেন, চার মাস পর মৎস্য আহরণ শুরু হওয়ায় চিরচেনা রূপে ফিরেছে অবতরণ ঘাট। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঘাটে ল্যান্ডিং হয়েছে প্রায় ২০ টন মাছ, যা গত বছরের তুলনায় বেশি।

সানবিডি/ এন/ আই