১০০ শিল্পপার্কে দুই কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-০১ ১৯:৩৬:০৪


শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ২০৪১ সালের মধ্যে ৪০ হাজার একর জমিতে পরিবেশবান্ধব ও শিল্প কমপ্লায়ান্সসমৃদ্ধ ১০০টি শিল্পপার্ক নির্মাণ করবে। সেখানে দুই কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে বিসিক এই মহাপরিকল্পনা গ্রহণ করেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে সংসদে এ কথা জানান মন্ত্রী। এর আগে বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ১৪তম অধিবেশন শুরু হয়।

শিল্পমন্ত্রী বলেন, বিসিকের মহাপরিকল্পনায় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ৫০০ একর জমিতে ‘বিসিক ভালুকা শিল্পপার্ক, ময়মনসিংহ’ স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন। শিল্পপার্কটি স্থাপিত হলে সেখানে প্রায় আড়াই লাখ মানুষের কর্মসংস্থান হবে।

এএ