সিএসআরের আওতায় টিএমএসএসকে পঞ্চাশ লক্ষ টাকা দিল ইউসিবি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০১ ২০:৪৯:৩৫


বিশেষ কর্পোরেট সামাজিক কার্যক্রমের আওতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পক্ষ থেকে টিএমএসএস এর নিকট ৫০,০০,০০০/- টাকার(পঞ্চাশ লক্ষ টাকা মাত্র) চেক প্রদান করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ইউসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরী টিএমএসএস এর এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের নিকট চেক প্রদান করেন।

বুধবার (১ সেপ্টেম্বর) ইউসিবি এর পক্ষ থে‌কে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

এএ