দর পতনের শীর্ষে গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০২ ১৬:২০:৩৫


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৭ শতাংশ কমেছে। ফান্ডটি ১৪৩ বারে ৮ লাখ ৭১ হাজার ২৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৭ শতাংশ কমেছে। ফান্ডটি ২৪৯ বারে ৯ লাখ ৪৫ হাজার ২৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ১২৯ বারে ৫৭ লাখ ৭৯ হাজার ৭৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৬৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বিচ হ্যাচারির ৪.৩১ শতাংশ, আমান ফিডের ৪.২৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৩.৮৭ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ২.৯৭ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২.৭২ শতাংশ, সুহৃদের ২.৭১ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৬৯ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস