৭৪২ শিক্ষক-কর্মচারীর কল্যাণে ৩০ কোটি টাকা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৯-০২ ২১:১৪:২০


‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি-কল্যাণ সুবিধা দ্রুত নিষ্পত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ শিক্ষক কর্মচারীদের সর্বোচ্চ সেবাদান অব্যাহত রেখেছে।

তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ৭৪২ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ৩০ কোটি ৫ লাখ ৮০ হাজার ৪৯২ টাকা ছাড় করেছে।

বৃহস্পতিবার কল্যাণ ট্রাস্টের সচিব এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও মাউশির মহাপরিচালকের যৌথ স্বাক্ষরে ৭৪২ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধার ৩০ কোটি ৫ লাখ ৮০ হাজার ৪৯২ টাকা ব্যাংকে ছাড় করা হয়েছে।

ইএফটির মাধ্যমে আগামী সোমবারের মধ্যেই উল্লেখিত শিক্ষক কর্মচারীদের স্ব স্ব ব্যাংক একাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে বলে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো.শাহজাহান আলম সাজু জানান, এ ছাড়াও গত ১৩ জুলাই ১১৮০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড় করা হয়।

করোনাকালীন সময়ে ২০২০ সালের মার্চ মাস থেকে চলতি বছর ২ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ হাজার ১০০ জন শিক্ষক কর্মচারীকে ৬১০ কোটি ৬১ লাখ ৮৯ হাজার টাকা কল্যাণ সুবিধা প্রদান করা হয়েছে।

এএ