নারায়ণগঞ্জে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই, গুলিবিদ্ধ পথচারী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৯-০৪ ১৭:৩১:১৩
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিডিকে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রির ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে জয়নাল আবেদীন নামে এক ব্যবসায়ী ও তার চাচাতো ভাই মেহেদী হাসান ঢাকা থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের দিকে আসছিলেন। পথে দুটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত চার ব্যক্তি গুলি ছোড়ে টাকা নিয়ে পালিয়ে যান। এ সময় এক পথচারী গুলিবিদ্ধ হন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।
সানবিডি/ এন/আই