৭ হাজার পয়েন্টের মাইলফল স্পর্শ করল ডিএসইএক্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৯-০৫ ১১:৩৬:৩৯


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচক প্রথমবারের মতো ৭ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। যা পুঁজিবাজারের জন্য এক মাইলফলক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সকাল ১০ টায় ৭ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করে ৭ হাজার ২০ পয়েন্টে পৌঁছায়। যা ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ রেকর্ড। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পরে সর্বোচ্চ। এর চেয়ে বেশি অবস্থানে আর কখনো উঠেনি সূচকটি।