ভোমরায় দুই মাসে ৪১ কোটি টাকা রাজস্ব ঘাটতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৫ ১৪:৩৯:২৫
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪১ কোটি টাকার ওপরে। বন্ধরসংশ্লিষ্টরা বলছেন,মহামারি করোনার পাশাপাশি বর্ষা মৌসুমে বন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দাবস্থার ফলে রাজস্ব আদায় কমেছে। তবে গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি বছরের এ সময়ে ১ কোটি ২ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে বলেও জানান তারা।
এ ব্যাপারে ভোমরা শুল্ক স্টেশনের জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা আকবার আলী জানান, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪৩ কোটি ৭৫ লাখ টাকা। এ লক্ষ্য সামনে রেখে গত দুই মাসে রাজস্ব আদায় হয়েছে ১০২ কোটি ১৫ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪১ কোটি ৬০ লাখ টাকা। তবে গত ২০২০-২১ অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ১ কোটি ২ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। তিনি আরো জানান, গত ২০২০-২১ অর্থবছরের প্রথম দুই মাসে এ স্থলবন্দরে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১০১ কোটি ১৭ লাখ টাকা।
সানবিডি/এনজে