টিভিএস মোটরসাইকেলের ডিলারদের জামানতবিহীন ঋণ দেবে প্রাইম ব্যাংক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৫ ১৬:৪৪:০৫
প্রাইম ব্যাংক সম্প্রতি টিভিএস অটো বাংলাদেশের ডিলারদের জামানতবিহীন এসএমই ঋণ প্রদানে টিভিএস অটো বাংলাদেশের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে।
টিভিএস মোটরবাইকের রিটেইলারবৃন্দ প্রাইম ব্যাংক এর এমএসএমই ব্যাংকিংয়ের বিশেষায়িত প্রোডাক্ট ‘প্রাইম গতি’ এর আওতায় এক কোটি টাকা পর্যন্ত জামানত বিহীন ওডি (ওভার ড্রাফ্ট) সুবিধা পাবেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে টিভিএস মোটরসাইকেলের ডিলাররা সহজ অর্থায়ন সুবিধা গ্রহণ করে ওয়ার্কিং ক্যাপিটালের চাহিদা মেটাতে পারবেন এবং ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন। এই অংশীদারিত্বটি দেশের বিকাশমান মোটরসাইকেল শিল্পের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে, কারণ ডিলাররা জামানতবিহীন লোনের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন।
এ পার্টনারশিপ সম্পর্কে প্রাইম ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন “উদ্ভাবনী এবং বিশেষায়িত ব্যাংকিং সলিউশনের মাধ্যমে এমএসএমই উদ্যোক্তাদের সহজ ঋণ প্রদানে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এই অর্থায়ন ডিলারদের সারা দেশে মোটরসাইকেল ব্যবসা সম্প্রসারিত করতে সহায়তা করবে।” বিজ্ঞপ্তি
এএ