কিশোরগঞ্জে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৬ ১৯:১০:৫৫
হাওড় বেষ্টিত ভাটি অঞ্চলের সম্মানিত গ্রাহকবৃন্দের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক লিমিটেডের কিশোরগঞ্জ শাখায় সম্প্রতি একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) পূবালী ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বুথটি উদ্বোধন করেন।
এসময় পূবালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান, কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক দীপক কুমার খাসনবীশ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এএ