তাইওয়ানের আকাশসীমায় চীনের বোমারু বিমানের অনুপ্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৭ ১০:৫৭:৪৮


তাইওয়ানের আকাশসীমায় চীনের ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সেগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম বোমারু বিমানও ছিল বলে দাবি করা হয়েছে। খবর বিবিসির।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশসীমায় প্রবেশ করা যুদ্ধবিমানগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্রবহন করতে সক্ষম চারটি এইচ-৬ বোমারু বিমানও ছিল।

এ ছাড়া বিমানগুলো সাবমেরিন ধ্বংস করতেও ব্যবহার করা হয়। চীনা জঙ্গিবিমানগুলো তাইওয়ানের ‘প্রাতাস’ দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে উড়ে যায়। সেগুলোর যাত্রাপথের একটি মানচিত্রও প্রকাশ করেছে তাইওয়ান।

অনুপ্রবেশের পর চীনা যুদ্ধবিমানগুলোকে সতর্ক করতে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলো তৈরি হয়েছিল বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পাশাপাশি দেশটির কয়েকটি ফাইটার বিমানও পাঠানো হয়।

তবে তাইপের এসব অভিযোগের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি চীন। তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে বেইজিং। এর আগে জুনে তাইওয়ানের আকাশসীমায় চীনের ২৮টি সামরিক বিমান অনুপ্রবেশ করেছিল।

সানবিডি/ এন/আই