অস্ত্রোপচারের পর সুস্থ পেলে

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৭ ১২:৫০:০০


তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের বৃহদান্তের টিউমার অপসারণে সফল অস্ত্রোপচার হয়েছে। গত ছয় দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বর্তমানে পেলে সুস্থ আছেন।

অস্ত্রোপচারের বিষয়টি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানান পেলে। ৮০ বছর বয়সি কিংবদন্তি ফুটবলার জানান, গত শনিবার টিউমার অপসারণের অস্ত্রোপচার হয় তার। খবর দ্যা গার্ডিয়ানের।

ছয় দিন আগে, সান্তোস ও নিউইয়র্ক কসমসের সাবেক ফরোয়ার্ডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সমস্যা ‘গুরুতর কিছু নয়’ বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলে জানান, ‘রুটিন পরীক্ষা’র জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন।

তবে এবার তিনি জানালেন, গত সপ্তাহে ডান বৃহদান্তে তার টিউমার ধরা পড়ে। ভালো বোধ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান।

তার সফল অস্ত্রোপচারের জন্য ডা. ফাবিও ও ডা. মিগুয়েলের প্রশংসা করেন পেলে।

সানবিডি/ এন/আই