ছাত্র-ছাত্রীদের মাঝে পর্দা তুলে খুলেছে আফগান বিশ্ববিদ্যালয়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৭ ১৪:৫৩:০৪
তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার তিন সপ্তাহ পর খুলতে শুরু করেছে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো। অনেক জায়গায় শ্রেণিকেক্ষের মাঝে পর্দা দিয়ে ছাত্র ও ছাত্রীদের আলাদা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা সেনা সরিয়ে নেওয়ায় তালেবান গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয়। ২০ বছর পর তারা আবার আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়।
১৯৯৬ থেকে ২০০১ সালে ক্ষমতায় থাকার সময় মেয়েদের শিক্ষা ও চাকরি করা নিষিদ্ধ করেছিল তালেবান। তবে এবার তারা কিছুটা নমনীয় ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাইছে। তালেবান বলছে, ইসলামী আইন অনুযায়ী নারীদের সব অধিকারই তারা দেবে। তবে বাস্তবে সেটা কেমন হবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। খবর রয়টার্সের
আফগানিস্তানের বড় শহর কাবুল, কান্দাহার এবং হেরাতের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, শ্রেণিকক্ষে নারী শিক্ষার্থীদের আলাদা বসতে হচ্ছে। তাদের পাঠ দেওয়া হচ্ছে আলাদা এবং তাদের চলাচল সীমাবদ্ধ রাখা হয়েছে ক্যাম্পাসের নির্দিষ্ট এলাকায়।
ক্লাস কীভাবে চালাতে হবে, সে বিষয়ে আফগানিস্তানের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি সমিতির পক্ষ থেকে একটি নীতিমালা করে দেওয়া হয়েছ। ছাত্রীদের হিজাব পড়া এবং তাদের জন্য আলাদা প্রবেশ পথ রাখতে বলা হয়েছে সেখানে।
সানবিডি/এনজে