নিউইয়র্কের টাইম স্কয়ারে হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৭ ১৫:২২:১৭


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে ঝুমন দাসসহ ডিজিটাল সিকিউরিটি আইনে আটকদের মুক্তির দাবিতে এক ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী হিন্দু সম্প্রদায়।

স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে টাইম স্কয়ার প্রাঙ্গনে হরিনাম সংকীর্তনের সুরে সুরে প্রতিবাদ জানান প্রায় এক ডজন সংগঠনের নেতাকর্মীরা।

যুক্তরাষ্ট্র হিন্দু কোয়ালিশনের আয়োজনে ব্যতিক্রমী এ সমাবেশে অংশ নেন যুক্তরাষ্ট্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, ফেন্ডস অব বিজেপি, মহামায়া মন্দির, শ্রী কৃষ্ণ ভক্ত সংঘ, শ্রী কৃষ্ণ ভক্তসংঘ (ব্রঙ্কস), রাধামাধব মন্দির, গৌরনিতাই মন্দির, ব্রঙ্কস পূজা কমিটি, নিউ ইয়র্ক বুড্ডিস্ট টেম্পল, পুজা উৎযাপন পরিষদ ও গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের প্রায় শতাধিক ভক্ত।

সমাবেশে বক্তব্য দেন শীতাংশু গুহ, নিতাই বাগচী, গোবিন্দ বানিয়া, দীনেশ মজুমদার, প্রকাশ গুপ্ত, দীপক দাশ, সুকান্ত দাশ টুটুল, রনবীর বড়ুয়া, ডা. প্রভাত দাস, আশীষ ভৌমিক, রমেশ নাথ, দ্বীজেন ভট্টাচার্য, গীতাপাঠক দেবাশীষ দেবনাথ, সবিতা দাস, সুশীল সিংহা, সুশীল সাহা, প্রদীপ কুন্ড, প্রদীপ ভট্টাচার্য, বিষ্ণু গোপ, রন্জিত সাহা প্রসিডেন্ট মহামায়া মন্দির, রুমা ভৌমিক, সাবিত্রী সাহা, কুমার বাবুল সাহা, বিশ্বজিৎ চক্রবর্তী, তরুন সাহা, তপন সেন প্রমুখ।

সমাবেশে ঝুমন দাসের নিঃশর্ত মুক্তি চেয়ে বক্তারা ডিজিটাল সিকিউরিটি আইনে আটক সকল সংখ্যালঘুর অবিলম্বে মুক্তি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান। তারা সংখ্যালঘুদের বিভিন্ন দাবি-দাওয়া মেনে নেয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।

সানবিডি/ এন/ আই