জালে উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ,জেলেদের মুখে হাসি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-০৭ ১৯:১৯:৫৮
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জালে উঠা এসব ইলিশের মধ্যে বেশিরভাগই এক থেকে দেড় কেজি ওজনের। দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ায় এবং আড়তে দাম বেশি পাওয়ায় হাসি ফুটেছে জেলেদের মুখে। সরগরম হয়ে উঠেছে মৎস্য ঘাটগুলো। বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন মৎস্য ব্যবসায়ী ও আড়তদাররা।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোলা সদরের তুলাতুলি মৎস্য ঘাট ও ভোলার খাল মৎস্য ঘাটে দেখা গেছে, ইলিশ ধরে ঝুড়িতে করে মৎস্য ঘাটে নিয়ে আসছেন জেলেরা। ওই ইলিশ মৎস্য আড়তদাররা পাইকারি বিক্রি করছেন।
জেলেরা জানান, আগে আমরা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাইনি। এজন্য এনজিওর কিস্তির টাকা দিতে পারিনি। মহাজনের দাদনের টাকাও পরিশোধ করতে পারিনি। দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করেছি। আজ ভোররাত থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাচ্ছি। এতে আমরা খুবই আনন্দিত।
সানবিডি/এনজে