অন্তর্বর্তী আফগান সরকার ঘোষণা তালেবানের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-০৭ ২১:২৫:৫৫
আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নতুন সরকারের ঘোষণা দেন।
তিনি বলেন, আবদুল গনি বারাদার হবেন উপ-প্রধানমন্ত্রী এবং সিরাজুদ্দিন হাক্কানি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সিরাজুদ্দিন হাক্কানি হলেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান।
তিনি আরো বলেন, আমরা জানি যে আমাদের দেশের জনগণ একটি নতুন সরকারের জন্য অপেক্ষা করছিল।
নতুন সরকারে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোল্লা ইয়াকুব। তিনি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে এবং ২০১৬ সাল থেকে তালেবানের উপ-নেতা হিসেবে কাজ করছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমির খান মুত্তাকি। আর দ্বিতীয় ডেপুটি হিসেবে রয়েছেন মোল্লা আবদুল সালাম।
এএ