সিবিওটিতে ফের বেড়েছে গমের দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-০৮ ১৫:১৯:৪৫
বৈশ্বিক বাজারে ফের বেড়েছে গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য।সর্বশেষ কার্যদিবসে শিকাগো বোর্ড অব ট্রেড (সিবিওটি) কৃষিপণ্যটির দাম বেড়ে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। মূলত শীর্ষ গম রফতানিকারক রাশিয়ায় সরবরাহ সংকটের আশঙ্কায় মূল্যবৃদ্ধির এ ঘটনা ঘটেছে। খবর বিজনেস রেকর্ডার।
রাশিয়ান গমের রফতানি মূল্য টানা আট সপ্তাহের মতো বৃদ্ধি পেয়েছে। উচ্চ রফতানি শুল্কের কারণে কৃষিপণ্যটির বাজারে ঊর্ধ্বমুখিতা অব্যাহত আছে। এদিকে স্থানীয় বাজারে গমের চাহিদা বেশি। কিন্তু সে তুলনায় উৎপাদন বাড়েনি। এ বিষয়টিও গমের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখছে। এদিকে গমের পাশাপাশি বেড়েছে ভুট্টা ও সয়াবিনের দামও।
এ ব্যাপারে বাজারসংশ্লিষ্টরা জানান, কৃষ্ণসাগরীয় অঞ্চলে গমের সরবরাহ সংকুচিত হওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন ক্রেতারা। তবে বছরের শেষ নাগাদ অস্ট্রেলিয়া সরবরাহ ধারায় আশা জাগাতে পারে।
সানবিডি/এনজে