প্রথম দেশ হিসেবে এল সালভাদরে বিটকয়েনে লেনদেন শুরু  

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৮ ১৫:৩৫:১০


এল সালভাদরে ক্রিপোকারেন্সি বিটকয়েনে লেনদেন শুরু হয়েছে।মঙ্গলবার বিশ্বের প্রথম দেশ হিসেবে এ লেনদেন শুরুর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় আমেরিকার দেশটি। ক্যারিশম্যাটিক প্রেসিডেন্ট নায়েব বুকেলের নেতৃত্বে এমন উচ্চাভিলাষী সিদ্ধান্ত নিয়েছে দেশটি। লক্ষ্য হলো সালভাদরবাসীদের প্রতি বছর প্রবাসী আয়ের জন্য কমিশন ব্যয় ৪০ কোটি ডলার সাশ্রয় করা।

এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মাধ্যমে দেশটি বিদেশ থেকে পাঠানো আয়ের কমিশন ব্যয় কমাতে চাইছে। দেশটিতে অধিকাংশ প্রবাসী আয়ই আসে যুক্তরাষ্ট্র থেকে। তবে ভার্চুয়াল এ মুদ্রার মাধ্যমে অর্থ পাচার নিয়ে সতর্ক করেছেন বিশ্লেষকরা। নিয়ন্ত্রণের আওতার বাইরে থাকায় বিশ্বের অন্য কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনো ভার্চুয়াল মুদ্রাগুলোকে অনুমোদন দেয়নি। তবে অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করছে।

গত বছর এল সালভাদরের প্রবাসী আয়ের পরিমাণ ছিল প্রায় ৬০০ কোটি ডলার, যা মোট দেশীয় উৎপাদনের ২৩ শতাংশ। প্রবাসী আয়ের ক্ষেত্রে এটি বিশ্বের সর্বোচ্চ অনুপাতগুলোর একটি।

সানবিডি/এনজে