কোটিপতিদের করের আওতায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: ২০১৬-০১-২৬ ১৫:০৯:৪৫
দেশের যেসব কোটিপতি কর দেয় না, তাদের করের আওতায় নিয়ে আসার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক কাস্টমস দিবস-১৬ উপলক্ষে আয়োজিত সেমিনার এ আহ্বান জানান তিনি।
তোফায়েল আহমমেদ বলেন, দেশে কোটিপতি বাড়ছে, তাই নতুন নতুন করদাতা খুঁজতে হবে। এখন ইউনিয়ন পর্যায়েও অনেক কোটিপতি পাবেন। পত্রিকায় দেখেছি, ১ লাখের উপরে কোটিপতি আছেন, যারা এখনও ট্যাক্স দেয় না। তাদেরকে করের আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, অনেক প্রতিবেশী দেশের চেয়ে আমাদের রাজস্ব প্রবৃদ্ধি অনেক কম। তাই রাজস্ব বাড়াতে হবে। তবে রাজস্ব আহরনের নামে সাধারণ জনগণকে যেন দুর্ভোগে না ফেলে সেদিকে নজর রাখতে হবে এনবিআরকে।
বাণিজ্যমন্ত্রী বলেন, যারা কর দেয় তাদের উপর যেন সব কর চাপিয়ে দেওয়া না হয়। করদাতারা যেন সহজেই ট্যাক্স দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। রাজস্ব আহরণ বাড়াতে আমাদের আরও সচেষ্ট হতে হবে। বর্তমান সরকারকে ব্যবসায়ীবান্ধব উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ী সমাজের প্রতি অত্যন্ত আন্তরিক। আমাদের সরকার ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধান করতে প্রস্তুত। পৃথিবীর সব দেশ তার নিজস্ব শিল্পকে রক্ষায় তৎপর। আমাদেরও দেশীয় শিল্পকে রক্ষা করা প্রয়োজন। তাই কস্টমস বিভাগ অবৈধ লেননেদসহ চোরাচালান প্রতিরোধে আরও কড়াকড়ি হতে হবে।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, এনবিআর সদস্য (শুল্ক নীতি) ফরিদ উদ্দিন প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস হাউস ঢাকার কমিশনার লুৎফর রহমান।
সানবিডি/ঢাকা/আহো