বাফুফে সভাপতি এবার আনলেন ‘এলিট একাডেমি’
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১২ ১৬:১৬:৪৩
মাস খানেক আগেই কমলাপুর স্টেডিয়ামে বাফুফে একাডেমি শুরু হয়েছে । শোকের মাস আগস্টে আর আনুষ্ঠানিক উদ্বোধন করেনি বাফুফে।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে কমলাপুর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে ‘বাফুফে এলিট একাডেমি’ উদ্বোধন করেন।
বাফুফে আগেও দুই দফা একাডেমি করেছিল। এবার এলিট শব্দ যোগ করেছে। আগের দুই বারের চেয়ে ও এবার এলিট শব্দ যোগ করার কারণ কি? এই প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘এই একাডেমিতে দেশি বিদেশি কোচিং স্টাফ এবং বিদেশেও ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। দেশব্যাপী অন্বেষণ করে আনা হয়েছে।’ সালাউদ্দিন এলিটের এমন ব্যাখ্যা দিলেও এর আগের দুই একাডেমিতেও এসব প্রক্রিয়া ছিল।
বাংলাদেশে ফুটবল উন্মাদনা থাকলেও ক্লাব ফেডারেশন উভয় একাডেমির ক্ষেত্রে ছিল উদাসীন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ২০০৮ সালে বাফুফে সভাপতি হওয়ার পর ফুটবলপ্রেমীদের একাডেমি স্বপ্ন দেখান। ফিফার অর্থায়নে সিলেটে ফিফা প্রতিনিধি, বেশ কয়েকজন এমপি, মন্ত্রী নিয়ে ২০১৪ সালের নভেম্বরে যাত্রা শুরু করেছিল। এক বছরও চলেনি সেই একাডেমি। এরপর চার-পাঁচ বছর কোনো একাডেমি কার্যক্রম ছিল না। ২০১৯ সালে বেরাইদে কয়েক মাস একাডেমি চলেছিল বিদেশি কোচিং স্টাফ দিয়ে। সেটাও দীর্ঘায়িত হয়নি।
কমলাপুর স্টেডিয়ামে একাডেমির জন্য সংস্কার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বাফুফে একাডেমি পরিচালিত করতে পারবে কিনা এর নির্ভর করছে আর্থিক যোগানের উপর। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমরা এ নিয়ে কাজ করছি।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বাফুফে একাডেমির সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে বলেন, ‘আশা করি এখান থেকে ভালো মানের ফুটবলার আসবে। আমরা বাফুফেকে সর্বাত্মক সহায়তা করব।’ কমলাপুর স্টেডিয়ামের আশেপাশে অনেক শব্দ।
কমলাপুর স্টেডিয়ামের পরিবেশ নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ছোটবেলা থেকে হর্ন, শব্দের মধ্যে বেড়ে উঠছি। এখানে আশা করি খুব সমস্যা হবে না।’
সানবিডি/ এন/ আই