গেইনারের শীর্ষে ইস্টার্ন লু্ব্রিকেন্টস
|| প্রকাশ: ২০১৬-০১-২৬ ১৬:৩৭:৪৬ || আপডেট: ২০১৬-০১-২৬ ১৬:৩৭:৪৬

ইস্টার্ন লু্ব্রিকেন্টস আজ মঙ্গলবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। আজ কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ৪০ টাকা ৬ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৫৮২ টাকা ৬০ পয়সা দরে। এদিন কোম্পানির ৫ হাজার ৬৬৭টি শেয়ার ৪৬ বারে লেনদেন হয়। গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩ টাকা বা ৮ দশমিক ৬০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩৭ টাকা ৯০ পয়সা দরে। আজ কোম্পানির ১৬ লাখ ৫ হাজার ২৪৮টি শেয়ার ১ হাজার ২৮৬ বারে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বেড়েছে ১২ টাকা ১ পয়সা বা ৭ দশমিক ২১ শতাংশ। এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, গ্লোবাল ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং প্রগতি ইন্স্যুরেন্স।
সানবিডি/ঢাকা/আহো
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
দুই-এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে : বিএসইসি চেয়ারম্যান
-
পুঁজিবাজারকে কাঙ্খিত অবস্থানে নিতে গবেষণা অপরিহার্য : বিআইসিএম
-
অব্যাহত থাকবে ফ্লোর প্রাইস
-
ডিএসই’র পরিচালক হাবিবুল্লাহ বাহার মারা গেছেন
-
সাকিবের মোনার্ক হোল্ডিংস নতুন ট্রেক হোল্ডারদের মধ্যে শীর্ষে
-
সিকিউরিটিজ আইন নিয়ে বিএসইসি ও সিএসই’র প্রশিক্ষণ সম্পন্ন