গাজা থেকে বসতি প্রত্যাহারের ১৬তম বার্ষিকী পালন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১২ ২১:৪৭:৩২


অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকা থেকে ইসরাইলি বসতি প্রত্যাহারের ১৬তম বার্ষিকী পালন করছেন স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দারা। রোববার দিবসটি বিভিন্ন আয়োজনে স্মরণ করছেন ফিলিস্তিনিরা।

২০০৫ সালের ১২ সেপ্টেম্বর গাজা উপত্যকা থেকে সব ধরনের স্থাপনা ও বসতি প্রত্যাহার সম্পন্ন করে ইসরাইল। ইসরাইলি সরকারের বিরলতম এই পদক্ষেপে গাজা থেকে আট হাজার পাঁচ শ’ ইহুদি বসতি স্থাপনকারীকে সরিয়ে নেয়া হয়।

এর আগে ১৯৬৭ সালের দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধে মিসরের নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকা দখল করে ইসরাইল।

১৯৮৭ সালে প্রথম ইন্তেফাদায় ফিলিস্তিনিদের গণজাগরণের পরিপ্রেক্ষিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিতে সম্মত হয় ইসরাইল। ১৯৯৩ সালে ইসরাইলি সরকার ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মধ্যে জর্দান সংলগ্ন পূর্ব জেরুসালেমসহ পশ্চিম তীর ও মিসর সংলগ্ন গাজা উপত্যকায় স্বাধীন ফিলিস্তিন গঠনে অসলো চুক্তি স্বাক্ষরিত হয়।

কিন্তু চুক্তি বাস্তবায়নে ইসরাইলের উপেক্ষা ও চুক্তির অধীন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি সম্প্রসারের ফলে ২০০০ সালে দ্বিতীয় ইন্তেফাদার মাধ্যমে আবার বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনিরা।

এই সময় গাজার বাসিন্দাদের বিক্ষোভের জেরে ২০০৪ সালে তৎকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন গাজা থেকে সামরিক ও বেসামরিক সব প্রকার ইসরাইলি সংশ্রব প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

ওই বছরের শেষে শ্যারনের সিদ্ধান্তে অনুমোদন দেয় ইসরাইলি পার্লামেন্ট নেসেট।

২০০৫ সালের ফেব্রুয়ারিতে অ্যারিয়েল শ্যারনের প্রত্যাহার পরিকল্পনায় নেসেটের অনুমোদনের পর মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলি বসতি স্থাপন বন্ধ ঘোষণা করা হয়।

ওই বছর ১৫ আগস্ট গাজা থেকে প্রত্যাহার কার্যক্রম শুরু করে ইসরাইল। গাজা উপত্যকায় ওই সময় থাকা ২১টি বসতি থেকে আট হাজার পাঁচ শ’ ইসরাইলি বসতিস্থাপনকারীকে ওই সময় সরিয়ে নেয়া হয়। ১২ সেপ্টেম্বর গাজা উপত্যকা থেকে প্রত্যাহার কার্যক্রম শেষ করে ইসরাইল।

সূত্র : গাজা পোস্ট

এএ