আমদানি-রফতানি বাড়াতে স্থলবন্দরে ভৌত অবকাঠামো নির্মাণের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-১৩ ১০:৩৭:০৩
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, স্থলবন্দরের আমদানি-রফতানির মাধ্যমে শুল্ক আদায় বাড়িয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এজন্য একটি প্রকল্পের মাধ্যমে হিলি, বুড়িমারী ও বাংলাবান্ধার অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ স্থলবন্দরের সক্ষমতা বাড়বে।
সূত্র জানিয়েছে, ‘হিলি, বুড়িমারী ও বাংলাবান্ধা এলসি স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ স্থলবন্দরের সক্ষমতা বাড়ানো হবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এ প্রকল্পটি গত ৭ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকল্পটির আওতায় লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারি, পঞ্চগড়ের তেতুঁলিয়ার বাংলাবান্ধ এবং দিনাজপুরের হাকিমপুরের হিলি বন্দরের কাজ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ৮০ কোটি ৬১ লাখ টাকা ব্যয় হবে। চলতি বছরের জুলাই থেক জুন ২০২৪ সালে প্রকল্পটি বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সানবিডি/ এন/আই