প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়িতে আগুন
|| প্রকাশ: ২০১৬-০১-২৬ ১৬:৫২:২০ || আপডেট: ২০১৬-০১-২৬ ১৬:৫২:২০

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে আগুনে পুড়েছে একটি প্রাইভেট কার। শনিবার বেলা তিনটার দিকে বিজয় সরণি-জাহাঙ্গীর গেইটের রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার মাঝখানে একটি সাদা প্রাইভেট কারে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। এ সময় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারী ও আশপাশের গাড়ির যাত্রীদের মধ্যে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে অবস্থান নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়কে ঘিরেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর হয়ে ওঠেন।
যান্ত্রিক ত্রুটির কারণে ওই গাড়িতে আগুন লাগে বলে জানান তেজগাঁও থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি আরও জানান, পরে আগুন নিভিয়ে গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নিলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সানবিডি/ঢাকা/আহো
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা: ৬ মৃত্যুদণ্ড কার্যকর, এখনো পলাতক ৫
-
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
-
দেশে কেউ গুম হয় না আত্মগোপন করে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
৪২তম বিসিএস নন-ক্যাডারে নিয়োগের ফল প্রকাশ
-
এখন বিচারবহির্ভূত হত্যা নেই, আগে হতো: পররাষ্ট্রমন্ত্রী
-
কিছু লোক খামাখা জিনিসপত্রের দাম বাড়ায়: প্রধানমন্ত্রী