হিলিতে ফের কমেছে পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৪ ১৪:০৬:০৪
আমদানির পরিমান বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফের কমেছে পাইকারি পেঁয়াজের দাম।দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজে প্রকারভেদে ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৪-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি করা হচ্ছে। আমদানীকৃত ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে পাইকারিতে
(ট্রাকসেল) ২৪-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা দুদিন আগেও ২৫-২৬ টাকা দরে বিক্রি হয়েছিল। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ কয়েক দিন ধরেই ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
সানবিডি/এনজে