ভারতে ২০০ শতাংশ বেড়েছে স্বর্ণ আমদানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৫ ১৪:৩৬:৫০


বিভিন্ন ধরণের উৎসবজনিত কারণে ভারতে গত কয়েক মাসে স্বর্ণ আমদানির পরিমাণ অত্যধিক মাত্রায়  বেড়েছে। এছাড়া ভবিষ্যতে অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং দাম বাড়ার প্রত্যাশায় অনেকে মূল্যবান ধাতুটি কিনে মজুদ করে রাখছেন। খবর দ্য প্রিন্ট।

বর্তমান সময়ে ভারতের তুলনামূলক ধনীদের মধ্রে স্বর্ণ ক্রয়ের আগ্রাসী প্রবণতা দেখা দিয়েছে।ঠিক একই সময় দেশটির অতি দরিদ্র পরিবারগুলো অত্যধিক অসচ্ছলতার কারণে স্বর্ণ বন্ধক রেখে ঋণ নিচ্ছেন এবং বেশির ভাগ ক্ষেত্রেই ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নিজেদের বন্ধকি স্বর্ণের মালিকানা হারাচ্ছেন এসব পরিবার। বিশ্লেষকরা বলছেন, এটি মহামারীর মধ্যে ভারতের অসম অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।

এ ব্যাপারে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, চলতি বছরের জুলাইয়ে ভারতে ৪২০ কোটি ডলারের স্বর্ণ আমদানি করা হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩৫ শতাংশ বেশি। এদিকে আগস্টে আমদানি আরো বাড়ে। এ সময় ৬৭০ কোটি ডলারের স্বর্ণ আমদানি করা হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮২ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ভারত প্রায় ১ হাজার ৯০০ কোটি ডলারের স্বর্ণালংকার আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় স্বর্ণালংকার আমদানি বেড়েছে ২০০ শতাংশ। গত অর্থবছর প্রায় ৬০০ কোটি ডলারের স্বর্ণালংকার আমদানি করা হয়।

সানবিডি/এনজে