দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৫ ১৫:৩১:০২
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯২৬ বারে ৭৫ লাখ ৬৬ হাজার ৫৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আইপিডিসির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৯ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৫১৮ বারে ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৯২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা দেশ গার্মেন্টসের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪২৯ বারে ১ লাখ ৭৯ হাজার ৩৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এএমসিএলের (প্রাণ) ৮.৩৮ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮.১৭ শতাংশ, সোনালী পেপারের ৭.৬২ শতাংশ, ফার্মা এইডসের ৭.৪৯ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ, ফরচুনের ৬.৫৫ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ৬.৫৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস