প্রেস ক্লাবে ডিইউজের এজিএম চলছে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-১৬ ১৪:৩৫:৪১
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দুপুর সাড়ে ১২টায় এ সভা শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের গত দেড় বছরের কার্যক্রম তুলে ধরেন ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। পরে কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম উপস্থিত সব সদস্যদের সামনে সংগঠনের দেড় বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন।
সেখানে দেখা গেছে, গত ১৭ মাসে সংগঠনটি আয় করেছে ১৪ লাখ ২৩ হাজার ৪২২ টাকা এবং ব্যয় করেছে ৬ লাখ ৬৯ হাজার ২৮৯ টাকা।
বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সহ-সভাপতি এমএ কুদ্দুস, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী সদস্য সুরাইয়া অনু, জিএম মাসুদ ঢালী, সাকিলা পারভিন, শাহনাজ পারভিন এলিস, রাজু হামিদ, ইব্রাহিম খলিল খোকন, সলিম উল্লাহ সেলিম, অজিত কুমার মহলদার ও এএম শাহজাহান মিয়া।
এছাড়া এই বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সানবিডি/এন/আই