খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৬ ১৫:৫২:৫২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তার জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে সুনামগঞ্জ পৌরচত্বরে। সকাল থেকেই সুনামগঞ্জ পৌর চত্বরে বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ। দুপুর ১টায় তাকে নেওয়া হয় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
জানাজার আগে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিজানুর রহমান বলেন, আমরা আজ আমাদের অভিভাবককে হারিয়েছি। আমি দীর্ঘদিন উনার নেতৃত্বে কাজ করেছি। উনি সব সময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। উনি মানুষকে খুব ভালোবাসতেন। উনার শূন্যতা পূর্ণ হওয়ার নয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন বলেন, আসপিয়া সাহেব খুব ভালো একজন মানুষ ছিলেন। উনার মৃত্যুতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করছি।
ফজলুল হক আসপিয়ার ছেলে ব্যারিস্টার আব্দুল হক বলেন, আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন তিনি আমাকে বলেছিলেন, আমি হয়তো আর বেশিদিন বাঁচবো না। সুনামগঞ্জের মানুষ খুব সহজ সরল। তুমি ওদের পাশে থাকার চেষ্টা করো। তিনি আরও বলেন, জানাজা শেষে বাবাকে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে দাফন করা হবে।
সানবিডি/ এন/আই