বাংলাদেশ ওজোনস্তর রক্ষায় সফলভাবে কাজ করছে: পরিবেশমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৮ ১৯:৫৪:১২
সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে মানবজাতিকে বাঁচাতে ওজোনস্তর রক্ষায় গৃহীত ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে বাংলাদেশ সফলভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, বাংলাদেশ মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নের সব ধাপ যথাসময়ে সঠিকভাবে অতিক্রম করেছে এবং প্রটোকলের বাধ্যবাধকতা প্রতিপালন করছে।
আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ব ওজোন দিবস -২০২১ উদযাপন উপলক্ষে শনিবার ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বসুন্ধরা করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় মো. শাহাব উদ্দিন বলেন, ‘বিগত ২০১২ এবং ২০১৭ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বাংলাদেশকে পুরস্কৃত করেছে। এছাড়া ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও আমদানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এবং ওজোন সেক্রেটারিয়েট ২০১৯ সালে পরিবেশ অধিদফতরকে পুরস্কৃত করে।’
সানবিডি/এনজে