বৈশ্বিক নিকেল উত্তোলন ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-১৯ ১৪:১১:৪৭


বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার অংশ হিসেবে কার্বন নি:সরণের পরিমাণ হ্রাসের লক্ষ্যে জোর ততপরতা চালাচ্ছে বিশ্বের উন্নত দেশগুলো।ফলে পেট্রল ও ডিজেলচালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ির কদর বাড়ছে। এছাড়া মহামারীর প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন খাত। খাত দুটিতে ইস্পাতের ব্যবহার বাড়ছে। কাঁচামাল হিসেবে বাড়ছে নিকেলের ব্যবহারও। বাজারে পর্যাপ্ত চাহিদা থাকায় দেশে দেশে নিকেল উত্তোলন বাড়ছে। চলতি বছর নিকেল উত্তোলন প্রায় ৭ শতাংশ বাড়ার সম্ভাবনা দেখছে শীর্ষস্থানীয় তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ডাটা।

বর্তমানে বিশ্বব্যাপী নিকেল উত্তোলন খাতে দ্রুত প্রসার ঘটছে। মহামারির প্রকোপ কমার কারিণে বিধিনিষেধ শিথিল হতে থাকায় খনিগুলোর কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। কাটছে গত বছরের মন্দা ভাব। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ডাটার প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বিশ্বজুড়ে মোট ২৪ লাখ ২৭ হাজার ৪০০ টন নিকেল উত্তোলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে গত বছরের তুলনায় উত্তোলন বাড়বে ৬ দশমিক ৮ শতাংশ।

সানবিডি/এনজে