ক্ষতিপূরণ চান কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহতদের স্বজনরা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-১৯ ১৫:২৮:৪১
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের প্রাক্কালে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় একই পরিবারের ১০ সদস্য নিহত হয়। রাজধানী কাবুলে চালানো ওই হামলাকে ভুল হিসেবে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে নিহতদের স্বজনরা এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আফগানিস্তানে এসে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের দাবি করেছেন।
শনিবার নিহতদের স্বজনেরা এই দাবি জানিয়েছেন। খবর এএফপির
গত ২৯ আগস্ট আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে কাবুলে একটি গাড়িতে ওই ড্রোন হামলা চালায় মার্কিন গোয়েন্দারা। এতে গাড়িটিতে থাকা এজমারাই আহমাদিসহ ১০ জন নিহত হয়।
ভয়াবহ এই ড্রোন হামলাটিকে ভুল বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি। হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও। তিনি বলেন, নিহত আহমাদির সঙ্গে ইসলামিক স্টেটের সঙ্গে কোনো সংযোগ ছিল না। হামলায় নিহত ব্যক্তিদের পরিবারকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সানবিডি/এনজে