রফতানি বৃদ্ধিতে বেনাপোলে ভয়াবহ পণ্যজট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২০ ১৪:১৩:২৬
দেশে মহামারি করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি কমেছিল। তবে বিধিনিষেধ শিথিল হওয়ায় বেশকিছু দিন তবে সেটি আবার বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত ১৫ দিন ধরে বন্দর দিয়ে রফতানির পরিমাণ অন্তত ছয় গুণ বেড়েছে। এতে বেনাপোল ও পেট্রাপোলে দেখা দিয়েছে ভয়াবহ পণ্যজট। সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রধান স্থলবন্দর হলেও সেই তুলনায় সক্ষমতা বাড়েনি বন্দরের। ফলে আমদানি-রফতানি বাড়লেই বন্দরের ওপর চাপ দেখা দেয়। তৈরি হয় ভয়াবহ পণ্যজট। ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।
এ ব্যাপার বন্দরসংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীলা বলেন ,সাম্প্রতিক সময়ে ভারত থেকে পণ্যের ক্রয়াদেশ বাড়ছে। যে কারণে রফতানির পরিমাণও বাড়তে শুরু করেছে। বিশেষ করে চলতি মাস থেকে পণ্য সরবরাহে বেড়েছে। যেখানে করোনাকালে দৈনিক রফতানিবাহী ৫০ ট্রাক পণ্য যেত, এখন সেখানে যাচ্ছে ৩০০-৩৫০টি ট্রাক। ফলে বেনাপোলের জায়গা সংকটে এসব পণ্যবাহী ট্রাক এপারে আটকে পড়ছে। একই কারণে ওপারে পেট্রাপোল বন্দরে অপেক্ষায় থাকতে হচ্ছে আমদানি পণ্যবাহী ট্রাকগুলোকে। ফলে দুই দেশের বন্দরেই দেখা দিয়েছে পণ্যজট।
সানবিডি/এনজে