সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২১ ১৫:১৪:০৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার আর ইউনিট দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৮৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৮৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৪ টির, দর কমেছে ১১৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।

ডিএসইতে ১ হাজার ৯১০ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ১ হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৪৭ কোটি ৪৬ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২৫৪ পয়েন্টে। আর লেনদেন হওয়া ৩২৭টি প্রতিষ্ঠানের।

এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ৯৬টির ও ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭০ কোটি ২৯ লাখ টাকার।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস