আন্দ্রে সুমিতের সঙ্গে ফাহাদের-ড্র
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২১ ১৬:১৬:৫৫
জয়তু শেখ হাসিনা গ্র্যান্ডমাস্টার্স দাবার দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান প্রতিযোগিতার ১ নং সিডেড খেলোয়াড় ইউক্রেনের আন্দ্রে সুমিতের সঙ্গে ড্র করেছেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ কালো গুঁটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ৭৮ চালের মাথায় ড্র করেন।
দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, ভারতের চার আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ, মোহাম্মদ নুবাইরশাহ শেখ, সায়ন্তন ঘোষ ও নীলাশ সাহা এবং ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্পিতা মূখার্জী মিলিতভাবে শীর্ষস্থানে আছেন।
দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মিত্রভা আন্তর্জাতিক মাস্টার শ্রীজিৎ পলকে, আন্তর্জাতিক মাস্টার নুরাইরশাহ সংকেত চক্রবর্তীকে, আন্তর্জাতিক মাস্টার সায়ন্তন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে, আন্তর্জাতিক মাস্টার নীলেশ সৌরথ বিশ্বাসকে, মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্পিতা ইউক্রেনের আলেকজান্ডার যুবারেভকে, ফিদে মাস্টার দেবরাজ কিরগিজিস্তানের আন্তর্জাতিক মাস্টার আসিল আবদিজাবারকে, শ্রীলংকার ক্যান্ডিডেট মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে, গ্র্যান্ড মাস্টার দীপসেন গুপ্তা ইরানের গ্র্যান্ড মাস্টার গায়েম মাগামি এহসানকে, পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদী দেলোয়ার হোসেনকে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে, শওকত হোসেন পল্লব ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, অনত চৌধুরী মোঃ শরীয়তউল্লাহকে, ক্যানিএডট মাস্টার মনন রেজা নীড় মোতুর্জা মাহাথির ইসরামকে, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক মারযুক চৌধুরীকে, স্বর্নাভো চৌধুরী কাজী জারিন তাসনিমকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসকে ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ সাকলাইন মোস্তফা সাজিদকে হারান।
গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ইরানের গ্র্যান্ড মাস্টার মোসাদ্দেকপৌর মাসুদের সঙ্গে, চেক রিপাবলিকের গ্র্যান্ড মাস্টার আলেক্সি কিসলিস্কি বেরজিয়ামের গ্র্যান্ড মাস্টার মালাখাতকো ভাদিমের সাথে, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ভারতের আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষের সাথে, সুবায়ন কুন্ডু আন্তর্জাতিক মাস্টার সংকলাপ গুপ্তার সাথে, শ্রীলংকা ফিদে মাস্টার পিয়ুমানথা সিসথ নিপুন ভারতের আন্তর্জাতিক মাস্টার কুস্তুভ চ্যাটার্জীর সাথে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের সাথে, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার সামেদ জয়কুমার শেঠীর সাথে, নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমানের সাথে, শফিক আহমেদ মোহাম্মদ শামীমের সাথে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দিনের সাথে ড্র করেন।
সানবিডি/ এন/আই