সুদানে অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২১ ১৬:৩২:৪২
সুদানে একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার
সোমবার এ অভ্যুত্থানচেষ্টা হয়। মঙ্গলবার দেশটির গণমাধ্যম এ তথ্য জানায়। খবর মিডল ইস্ট আইয়ের।
এ ব্যাপারে দেশটির গণমাধ্যম জানিয়েছে, একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করা হয়েছে। জনগণকে এ ধরনের চেষ্টা প্রতিহত করতে হবে।
সরকারের মুখপাত্র মুহামেদ আল ফাকি সুলেইমান বলেন, এ অভ্যুত্থানচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরুর কথা রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে পরে একটি বিবৃতি প্রকাশ করা হবে।
এএফপিকে সেনাবাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানায়, ‘এ ঘটনায় বেশ কিছু সেনা সদস্য জড়িত ছিলেন, তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।’
সুদানের ক্ষমতাসীন কাউন্সিলের এক সদস্য রয়টার্সকে এ ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার বিষয়টি নিশ্চিত করেন।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ৪০ জনের বেশি সেনাকর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
সামরিক অভ্যুত্থানে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৯ সাল থেকে বেসামরিক ও সামরিক বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সরকার দেশটি শাসন করছে।
সানবিডি/এনজে