১৫ দফা দাবিতে বরিশালে পণ্যবাহী যান চলাচল বন্ধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২১ ১৭:২৬:৪০


বিভিন্ন মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবি ঘোষণা করেছে বরিশালের পরিবহন শ্রমিকরা। দাবি আদায়ে আজ সকাল ৬টা থেকে শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে বরিশাল জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন। ফলে আজ থেকে তিনদিন ১০টি উপজেলায় চলাচল বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল।

আজ মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের জেলা সভাপতি কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা জানান, কর্মবিরতিকালীন অন্য জেলা থেকে আসা কোনো ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যানকে প্রবেশ করতে দেওয়া হবে না। তিন দিনের মধ্যে ফলপ্রসূ আলোচনা না হলে বরিশাল বিভাগীয় কমিটির সঙ্গে আলোচনা করে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

সানবিডি/এনজে