চলতি ২০২১-২২ অর্থবছরে ৬.৮% প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২২ ১৫:৫০:২৭


চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদ  ন বা জিডিপি ৬ দশমিক ৮ শতাংশ বাড়বে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম।

আজ বুধবার প্রকাশিথ ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)-২০২১ আপডেট’ শীর্ষক এডিবির হালনাগাদ প্রতিবেদনে এমন আভাস দেওয়া হয়েছে।

এডিবি’র এই প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া ভালোভাবে অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, দেশে চলতি অর্থবছরে সরকারের লক্ষমাত্রা রয়েছে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের। গত অর্থবছরে করোনা প্রাদুর্ভাবের মধ্যেও ৫ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সানবিডি/এনজে